Sunday, August 13, 2017

কেমন ছিলো পৃথিবীর সর্বপ্রথম স্মার্টফোন "সিমন" ?

পোস্ট ক্যাটাগরি

 ১৯৯৪ সাল। হয়তো তখনো পৃথিবীর অনেকেই জানেনা মোবাইল /স্মার্টফোন কি এবং অনেকের কাছেই এটা কল্পনা মাত্র।

কিন্তু ঠিক সেই সময়েই অর্থাৎ ১৯৯৪ সালের ১৬ আগস্ট আমেরিকার প্রযুক্তিপন্য নির্মাতা প্রতিষ্ঠান "আইবিএম" (IBM) বাজারে আনে পৃথিবীর সর্বপ্রথম স্মার্টফোন!

পৃথিবীর সর্বপ্রথম স্মার্টফোন সিমন 


শুনতে অভাক লাগলেও তৎকালীন ঐ ফোনটিতে ছিলো দারুন সব ফিচার।

ফোনটির নাম ছিলো "সিমন"। "আইবিএম" কোম্পানির এর "সিমন" নামের ফোনটিতে ছিলোনা কোন কিবোর্ড ! পুরোপুরি টাচস্ক্রিন ও Stylus এর মাধ্যমে এ স্মার্টফোন ব্যবহার করা হতো।কেমন ছিলো ফোনটি?

ফোনটির দৈর্ঘ্য ছিল ৮ ইঞ্চি, প্রস্থ ২.৫ ইঞ্চি আর এর পুরুত্ব ছিল ১.৫ ইঞ্চি।
এর ওজন ছিলো ৫০০ গ্রাম। যার কারনে এটাকে দেখতে বর্তমানে ইটের মত দেখাতো।


এই ফোনের মেমোরি ছিল ১ মেগাবাইট আর তথ্য ধারণ ক্ষমতাও ছিল ১ মেগাবাইট।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এর ব্যাটারি। এর ব্যাটারির সয়ম থাকতো মাত্র ১ ঘন্টা! অর্থাৎ প্রতিবার চার্জ শেষে ব্যাটারি ১ ঘন্টা পর্যন্ত সচল থাকতো।
সেসময় "সিমন" ফোনের দাম ছিলো ৮৯৯ ডলার

ঐসময় প্রায় ৫০ হাজার কপি সিমন বিক্রি করেছিলো আইবিএম।

সায়েন্স মিউজিয়ামের তত্বাবধায়ক চার্লট কর্নেলি বলেন,বর্তমান সময়ের স্মার্টফোনগুলোতে বিদ্যমান ফিচারগুলো অনেক কিছুই ছিলো সিমনে।
 বিশেষ করে ম্যাপিং, স্প্রেডশিট গেইম, নোট লেখা, মেইল আদান প্রদান, ফেক্স আদানপ্রদান।
যার কারনে সিমনকে তিনি আইফোনের পূর্বপূরুষ বলেও অবিহিত করেন।